ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজবাড়ীতে মোটরসাইকেল চাপায় গৃহবধুর মৃত্যু 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রায়পুরে নিজ বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন তিনি। এমন সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয় তাকে। স্থানীয়রা বলেন, এসময় সড়কের উপর পড়ে মারাত্বক আহত হন তিনি।

তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধুর মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি